সংবাদ শিরোনাম ::
গাজীপুরের শ্রীপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে উন্নত জাতের বকনা ও খাদ্য বিতরণ

কাজী আব্দুল্লাহ্ আল সুমন, গাজীপুর
- আপডেট সময় : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
৮ ই মে বৃহস্পতিবার বেলা ১২ টায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের বকনা ও খাদ্য বিতরণ করা হয়
উন্নত জাতের বকনা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের শুরুতে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আশরাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজীব আহমেদ। এসময় তিনি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ হিসেবে ৪৬ টি পরিবারের মাঝে ৪৬ টি উন্নত জাতের বকনা ও জন প্রতি ১০০ কেজি খাদ্য বিতরণ করা হয়েছে । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্পের উপকারভোগীগন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।