সংবাদ শিরোনাম ::
বদলগাছীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার
ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। ৮ মে (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচে থেকে ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচে মাংসের প্যাকেটগুলো পড়েছিল। মাংসগুলো পরিত্যাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য স্থানীয়রা সহ বিভিন্ন জায়গা থেকে নারী-পুরুষসহ উৎসুক জনতা ভীড় করেন। তবে সেগুলো কিসের মাংস তা এখনো পরিস্কার করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাংসগুলো উদ্ধার করা হয়েছে। তবে ওই প্যাকেটগুলোতে কিসের মাংস তা সঠিকভাবে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বলা যাবে সেগুলো কিসের মাংস।
ফিরোজ হোসেন


















