সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে বাড়ির পাশের ভুট্রাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় ভুট্রা ক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশের ভুট্রা ক্ষেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। স্থানীয়দের ধারনা কিশোরীকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
নিহত তরুণীর নাম জান্নাতি (১৫)। সে কাগজীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। স্থানীয় কাগজীপাড়া উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রী ছিল। নিহত কিশোরীর বড়ো বোন মোরশেদা জানায়, গত রাত ৩ টার দিকে বাড়ির খড়ের পালায় আগুন লাগলে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে ঘর থেকে বের হয় জান্নাতি। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। জমাজমি নিয়ে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মজিবর খন্দকারের লোকজন বাড়ির খড়ের পালায় আগুন লাগিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি নিহত কিশোরীর বড় বোন মোরশেদা।
পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা জানায়, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিহত কিশোরীর পরিবারের অভিযোগ জমাজমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।