মুক্তাগাছায় চলন্ত ট্রাক চা দোকানে ধাক্কায় প্রান গেলো ১ আহত ১

- আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ময়মনসিংহের মুক্তাগাছায় দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল চা দোকানে। এতে ট্রাকের ধাক্কায় সাইদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয় এবং সোহেল রানা (৩২) নামে অপর ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
মুক্তাগাছা উপজেলার মানকোন ইউপিনিয়নের রায়থুরা পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন মুক্তাগাছা টু জামালপুর মহাসড়কের উপরে রবিবার বিকাল সাড়ে পাঁটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুল উপজেলার রায়ধোরা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজীর ছেলে এবং আহত সোহেল ওই একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,বিকালে বৃষ্টির পর চা খাওয়ার উদ্দেশ্যে জামালপুর-মুক্তাগাছা মহাসড়কের রাস্তা পার হয়ে চায়ের দোকানের কাছাকাছি চলে আসে সাইদুল ও সোহেল। এমন সময় মুক্তাগাছা থেকে জামালপুর অভিমুখে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে চা দোকানে ঢুকে যায়। এতে চা দোকানীসহ বাকীরা রেহাই পেলেও ট্রাকের নিচে চাপা পড়েন সাইদুল ও সোহেল। স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রের্ফাড করলে,ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। আহত সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে,রাস্তা পার হয়ে চা দোকানে আসা মাত্র বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দিয়ে চা দোকানে ঢুকে পড়ে। ঘাতক ট্রাক ড্রাইভার হেলপারসহ ট্রাকটি আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এরাচতলা এলাকার এই রোডে দিনে-রাতে দ্রুতগতির যানবাহন চলাচল করে।এই মোড়ের দুই প্রান্তে কোন গতিরোধক না থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা দুর্ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ প্রসঙ্গে থানার ওসি (তদন্ত) রিপন গোপ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত সাইদুল ইসলাম স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে তিন কন্যা, স্ত্রীসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।