ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মাহফিল রোববার থেকে শুরু, নিরাপত্তার চাদর

মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিলেটের ঐতিহাসিক শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে শুরু হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল। হিজরী সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে প্রতিবছর আয়োজিত এই দুই দিনব্যাপী মাহফিল ঘিরে ইতোমধ্যেই দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকান সিলেটে জড়ো হয়েছেন।
শুক্রবার রাত থেকেই ভক্তদের ঢল নামে মাজার প্রাঙ্গণে। বর্তমানে পুরো শহরে উপচে পড়া ভিড়, কোথাও তিল পরিমাণ জায়গা খালি নেই।ওরস উপলক্ষে আয়োজন করা হয়েছে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। আগত ভক্তরা মানতের গরু-ছাগল ও অর্থ-সম্পদ দান করছেন উৎসর্গ হিসেবে।
ওরস নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে কাজ করে যাচ্ছে আয়োজক কমিটি ও প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা সবাইকে বেদাত, শিরক ও অশ্লীলতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “শাহজালাল (রহ.)-এর ওরস শুধু সিলেট নয়, সারাদেশের মানুষের জন্য সম্মানের বিষয়। এই পবিত্র আয়োজনে শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাদা পোশাকের পুলিশ সদস্য ও সিসিটিভি ক্যামেরা। ছিনতাই, প্রতারণা বা বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ কমিশনার। সেখানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মাজার এলাকার খাদিম মুফতি নিহাল উদ্দিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ওরস তদারকি কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মাহফিল রোববার থেকে শুরু, নিরাপত্তার চাদর

আপডেট সময় :
সিলেটের ঐতিহাসিক শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে শুরু হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল। হিজরী সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে প্রতিবছর আয়োজিত এই দুই দিনব্যাপী মাহফিল ঘিরে ইতোমধ্যেই দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকান সিলেটে জড়ো হয়েছেন।
শুক্রবার রাত থেকেই ভক্তদের ঢল নামে মাজার প্রাঙ্গণে। বর্তমানে পুরো শহরে উপচে পড়া ভিড়, কোথাও তিল পরিমাণ জায়গা খালি নেই।ওরস উপলক্ষে আয়োজন করা হয়েছে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। আগত ভক্তরা মানতের গরু-ছাগল ও অর্থ-সম্পদ দান করছেন উৎসর্গ হিসেবে।
ওরস নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে কাজ করে যাচ্ছে আয়োজক কমিটি ও প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা সবাইকে বেদাত, শিরক ও অশ্লীলতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “শাহজালাল (রহ.)-এর ওরস শুধু সিলেট নয়, সারাদেশের মানুষের জন্য সম্মানের বিষয়। এই পবিত্র আয়োজনে শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাদা পোশাকের পুলিশ সদস্য ও সিসিটিভি ক্যামেরা। ছিনতাই, প্রতারণা বা বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ কমিশনার। সেখানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মাজার এলাকার খাদিম মুফতি নিহাল উদ্দিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ওরস তদারকি কমিটির সদস্যরা।