সংবাদ শিরোনাম ::
শহীদ পরিবারদের সম্মানে নওগাঁয় ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর

মোঃ কামরুল হাসান, নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
আজ ২৪ মে ২০২৫, শুক্রবার নওগাঁ জেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলার ৮টি শহীদ পরিবারের সদস্যদের হাতে মোট ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এই সঞ্চয়পত্র শুধু অর্থমূল্যের নয়, এটি জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি একটি শ্রদ্ধার নিদর্শন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো. মুনির আকন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা। এই উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এক গভীর আবেগের সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।