নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ৩৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকাসহ দেশজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচী। ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
বঙ্গবন্ধু ভবনের সামনে বিশাল সামিয়ানা টাঙ্গানো। তার নিচ দিয়ে নানা সংগঠনের সারিবদ্ধ পথ চলা। একের পর এক সংগঠন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে চলেছে।

জন্ম দিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী চৈতালী চক্রবর্তী বলেন, জাতির পিতার প্রতিশ্রদ্ধা জানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ফিরছেন তিনি। চৈতারী বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করে চলেছেন তিনি। তিনি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রকের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। মন্ত্রকের অধীনস্থ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই সরকারী আমলা।
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিনে দাঁড়িয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা অঙ্গিকার ব্যক্ত করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা।

বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শিশু সংগঠন। এরমধ্যে কেন্দ্রীয় খেলাঘর অন্যতম। প্রণয় সাহার নেতৃত্বে কেন্দ্রীয় খেলাঘরের শিশুরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।























