ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন Logo সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক Logo সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান Logo সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ

হবিগঞ্জের মাধবপুরে চাচার হতে ভাতিজি খুন

আব্দুল নূর বাবুল, হবিগঞ্জ
  • আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কোপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া (১২)।
গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বেনু মিয়া ও তার ভাই রেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রেনু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র জানায়, মৃত্যুর আগে সুমাইয়া একটি ভিডিও জবানবন্দিতে জানায়, সে মশার কয়েল দিতে ঘর থেকে বের হলে চাচা রেনু মিয়া তার ওপর হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জের মাধবপুরে চাচার হতে ভাতিজি খুন

আপডেট সময় :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কোপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া (১২)।
গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বেনু মিয়া ও তার ভাই রেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রেনু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র জানায়, মৃত্যুর আগে সুমাইয়া একটি ভিডিও জবানবন্দিতে জানায়, সে মশার কয়েল দিতে ঘর থেকে বের হলে চাচা রেনু মিয়া তার ওপর হামলা চালায়।