হোমনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার সকাল ৮ টার সময় সারা দেশের ন্যায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্য সহকারীরা প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সহকারীদের সকাল ৮-১০ পর্যন্ত দুই ঘন্টার কর্ম বিরতি পালন করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল, পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে।
বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন,হোমনা শাখার সভাপতি কবির হোসেন,সাধারন সম্পাদক কামরুজ্জামান,আল আমিন, মামুন,পপি মিয়াজি সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।


















