জেসমিন প্রকল্পের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৮জুন) উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের আওতায় কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ৩৫% পার্সেন্ট ভুর্তুকি মূল্যে ২৬ জন নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি কার্যক্রম পরিচালনা করার জন্য পাওয়ার টিলার প্রদান করা হয়।
জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, সএপিপিও মোঃ শাহ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ সরকার প্রমুখ।



















