মাগুরা জেলা পরিষদের ১০৬ কোটি টাকার বাজেট ঘোষণা

- আপডেট সময় : ১৪৯ বার পড়া হয়েছে
মাগুরা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১০৬ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫৭৮ টাকা ৫৮ পয়সার আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় ৫৬ কোটি ৭ লাখ ২৭ হাজার ৮৪২ টাকা ৪২ পয়সা বেশি। বাজেটে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং গ্রামীণ কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গত রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. অহিদুল ইসলাম মূল বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
বাজেট অধিবেশনে জানানো হয়, জেলার প্রতিটি উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন এবং নারীদের জন্য কর্মসংস্থানমুখী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে বড় ধরনের বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, ‘এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। আমরা রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনসম্পৃক্ত প্রকল্পের ওপর বেশি জোর দিয়েছি।’
তিনি আরও জানান, জেলা পরিষদ শুধু অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নেও ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
অধিবেশনে উপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াত ইসলামীর আমির এম, বি বাকের সেক্রেটারি সাঈদ আহমেদ মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বাজেটকে ‘জনমুখী ও উন্নয়নবান্ধব’ আখ্যায়িত করেন। তাঁরা বলেন, এই বাজেট বাস্তবায়িত হলে মাগুরা জেলার নাগরিক সুবিধা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও জোরদার হবে।
এছাড়া বাজেট আলোচনায় স্থানীয় পর্যায়ের স্বচ্ছতা, অংশগ্রহণমূলক পরিকল্পনা গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।