ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাগেরহাটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

‘সত্যে তথ্যে সবার আগে’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান। এ সময় র‌্যালীতে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে প্রেস ক্লাবের হল রুমে প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক ইয়ামিন আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, একটি গণমাধ্যম তার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। আমি আশা করি আগামীতেও তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুকরণীয় ভূমিকা রাখবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম।
তিনি বলেন,স্বাধীন সাংবাদিকতা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পথচলা এই ধারাকে উৎসাহিত করবে।”
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসানুল করিম, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, শামসুর রহমান, আমিরুল ইসলাম বাবু, ইনজামামুল হক প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, প্রেস ক্লাব সদস্য ও দৈনিক ভোরের দর্পণের বাগেরহাট জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন আমাদের সময়ের প্রতিনিধি সোহাগ হাওলাদার, গ্লোবাল টিভির প্রতিনিধি সোহেল রানা ন বাবু, গণমুক্তির প্রতিনিধি নকিব মিজানুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০১:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

‘সত্যে তথ্যে সবার আগে’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান। এ সময় র‌্যালীতে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে প্রেস ক্লাবের হল রুমে প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক ইয়ামিন আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, একটি গণমাধ্যম তার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। আমি আশা করি আগামীতেও তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুকরণীয় ভূমিকা রাখবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম।
তিনি বলেন,স্বাধীন সাংবাদিকতা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পথচলা এই ধারাকে উৎসাহিত করবে।”
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসানুল করিম, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, শামসুর রহমান, আমিরুল ইসলাম বাবু, ইনজামামুল হক প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, প্রেস ক্লাব সদস্য ও দৈনিক ভোরের দর্পণের বাগেরহাট জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন আমাদের সময়ের প্রতিনিধি সোহাগ হাওলাদার, গ্লোবাল টিভির প্রতিনিধি সোহেল রানা ন বাবু, গণমুক্তির প্রতিনিধি নকিব মিজানুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।