ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে একজনের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪৫)। তিনি শিবরামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে মাঠে কাজ করতে যান তিনি। এ সময় ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি রাসেল ভাইপার সাপ তাকে হঠাৎ কামড় দেয়। কামড় দেওয়ার পরপরই তিনি চিৎকার শুরু করেন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাসেল ভাইপার সাপের বিষ অত্যন্ত দ্রুতগতিতে শরীরে ছড়িয়ে পড়ে এবং যদি দ্রুত অ্যান্টিভেনম না দেওয়া হয়, তবে প্রাণঘাতী হতে পারে। আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বিষ দ্রুত হৃদযন্ত্রে পৌঁছায়, ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. জহির উদ্দিন বলেন, “গ্রামের কৃষিজমিতে সম্প্রতি কয়েকবার সাপ দেখা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার। এলাকার মানুষ এখন আতঙ্কিত।” উল্লেখ্য, রাসেল ভাইপার (Daboia russelii) একটি মারাত্মক বিষধর সাপ যা দক্ষিণ এশিয়ায় বিশেষভাবে পরিচিত। এটি কামড়ালে রক্তজমাট বাঁধা, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং দ্রুত অঙ্গপ্রতঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। বিশেষজ্ঞরা জনসচেতনতা বাড়ানো এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪৫)। তিনি শিবরামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে মাঠে কাজ করতে যান তিনি। এ সময় ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি রাসেল ভাইপার সাপ তাকে হঠাৎ কামড় দেয়। কামড় দেওয়ার পরপরই তিনি চিৎকার শুরু করেন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাসেল ভাইপার সাপের বিষ অত্যন্ত দ্রুতগতিতে শরীরে ছড়িয়ে পড়ে এবং যদি দ্রুত অ্যান্টিভেনম না দেওয়া হয়, তবে প্রাণঘাতী হতে পারে। আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বিষ দ্রুত হৃদযন্ত্রে পৌঁছায়, ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. জহির উদ্দিন বলেন, “গ্রামের কৃষিজমিতে সম্প্রতি কয়েকবার সাপ দেখা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার। এলাকার মানুষ এখন আতঙ্কিত।” উল্লেখ্য, রাসেল ভাইপার (Daboia russelii) একটি মারাত্মক বিষধর সাপ যা দক্ষিণ এশিয়ায় বিশেষভাবে পরিচিত। এটি কামড়ালে রক্তজমাট বাঁধা, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং দ্রুত অঙ্গপ্রতঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। বিশেষজ্ঞরা জনসচেতনতা বাড়ানো এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন