মোংলা বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপন কর্মসূচি

- আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপ্রাদ্য নিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বন্দর ভবন চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এর পরপরই বন্দরের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন ফুলের চারা রোপন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক (বোর্ড) কালা চাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তরিৎ) লেফটেন্যান্ট কর্ণেল ফিরোজ আল ওয়াহিদ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা সোনিয়া তালেব মুক্তা, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) মাকরুজ্জামান সহ বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন- “উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বার মত গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন পয়েন্টে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।” তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপন করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপন করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করা।