হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝাড়ু মিছিল

- আপডেট সময় : ০৫:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তাল বিদ্যালয় চত্বর। বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী ঝাড়ু মিছিল করে তার অপসারণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মো. মাসুদ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। একইসাথে, স্কুল ইউনিফর্ম সরবরাহের নামে অতিরিক্ত অর্থ আদায় করে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি করছেন তিনি।
ক্ষুব্ধ এক অভিভাবক বলেন, ‘আমরা গরিব মানুষ। বাচ্চাদের ভাতার টাকা নিয়ে কেউ দুর্নীতি করলে সেটা আর সহ্য করা যায় না।’
জানা গেছে, এর আগেও তিনি যশবন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে একই ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিতর্কিত ছিলেন। বর্তমানে কর্মরত সহকর্মীদের সাথেও তার অশোভন আচরণ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে প্রধান শিক্ষক মো. মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।