সিরাজদিখানে ৩৯ টি সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আত্ম কর্মস্থানে লক্ষ্যে সমাজে পিছিয়ে থাকা ও সেলাই কাজে দক্ষ ৩৯ জন অসচ্ছল ও দুঃস্থ নারীদের মাঝে ৩৯ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ।
আজ সোমবার বেলা ১১ টার দিকে কোলা ইউনিয়নে কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ২০২৪-২০২৫ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় এই সেলাই মেশিন বিতরন করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার । এছাড়াও উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান আলী, সংরক্ষিত ইউপি সদস্যসহ অন্যান্য ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার কোলা ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।



















