মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থার উদ্যোগে নোয়াখালীতে আর্থিক সহায়তা
- আপডেট সময় : ২৭০ বার পড়া হয়েছে
মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা নোয়াখালী জেলা শাখার উদ্যোগে গরিব, অসহায়, এতিম শিশু ও অসুস্থ মানুষের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ সাগর হোসেন রনি, কেন্দ্রীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম খলিল (বিজিবি অবঃ), সহকারী পরিচালক মোবারক হোসেন রুবেল এবং জেলা শাখার সভাপতি মোঃ বেলাল উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ক্যাম্পেইনে অসহায়, দরিদ্র ও অসুস্থ রোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় নির্বাহী পরিচালক মোঃ সাগর হোসেন রনি বলেন, “দেশের গরীব ও অসুস্থ মানুষরা সত্যিকার অর্থেই খুব অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষ মানুষের জন্য- এই আদর্শকে ধারণ করেই আমাদের পথ চলা।”
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্য যেন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অসহায় মানুষের কল্যাণে কাজ করে, সে লক্ষ্যে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।




















