ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মাগুরা শালিখায় স্বামীর সাবলের আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

এইচ, এন কামরুল ইসলাম, মাগুরা
  • আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের হরিশপুর গ্রামের হোগলাডাঙ্গা পাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর সাবলের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
নিহতের নাম সোনালী আক্তার (৩৭)। অভিযুক্ত স্বামী মিজানুর রহমান মোল্লা (৪৫), তিনি লতিফুর রহমান মোল্লার ছেলে। শনিবার (১২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নিহতের কন্যা মদিনা জানান, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে তার বাবা মিজানুর রহমান একটি সাবল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই সোনালীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই মিজানুর রহমান পালিয়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে, এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই সোনালী আক্তার ও তার স্বামী মিজানুর রহমানের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মিজানুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ থেকে দাম্পত্য কলহ চরমে পৌঁছায় এবং এ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরা শালিখায় স্বামীর সাবলের আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় :

মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের হরিশপুর গ্রামের হোগলাডাঙ্গা পাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর সাবলের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
নিহতের নাম সোনালী আক্তার (৩৭)। অভিযুক্ত স্বামী মিজানুর রহমান মোল্লা (৪৫), তিনি লতিফুর রহমান মোল্লার ছেলে। শনিবার (১২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নিহতের কন্যা মদিনা জানান, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে তার বাবা মিজানুর রহমান একটি সাবল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই সোনালীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই মিজানুর রহমান পালিয়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে, এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই সোনালী আক্তার ও তার স্বামী মিজানুর রহমানের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মিজানুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ থেকে দাম্পত্য কলহ চরমে পৌঁছায় এবং এ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।