মাগুরা সদর হাসপাতালের দুটি ওয়ার্ডের পরিছন্নতার দায়িত্ব নিল জামায়াতে ইসলামী
- আপডেট সময় : ১৬৫ বার পড়া হয়েছে
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই জনবল সংকটের কারণে পরিছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এই বাস্তবতায় এগিয়ে এলো জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা।
আজ রবিবার (১৩ জুলাই) জামায়াতে ইসলামী মাগুরা জেলার আমির এমবি বাকেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মহসিন বিশ্বাসের সঙ্গে বৈঠক করে হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ওয়ার্ডের পরিছন্নতার দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেন।
এর আগে গত ১০ জুলাই মাগুরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল সার্বিক পরিবেশ উন্নয়ন বিষয়ক এক সভায় এই উদ্যোগের সূচনা হয়। সভায় সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জনবল সংকটের বিষয়টি তুলে ধরে সিভিল সার্জন পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
উক্ত সভায় জামায়াতে ইসলামী মাগুরা জেলার আমির এমবি বাকের ঘোষণা দেন যে, তারা মেডিসিন বিভাগের নারী ও পুরুষ দুটি ওয়ার্ডের নিয়মিত পরিছন্নতার দায়িত্ব গ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আজ বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই একদিনের মধ্যেই চারজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।
এই উদ্যোগকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাগত জানিয়ে বলেন, জনবল সংকটের এই সময়ে জামায়াতের এ ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
স্থানীয় নাগরিক সমাজও এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও হাসপাতালের সেবাখাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।




















