বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই স্মরণ আয়োজন
- আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন ১৫ জুলাই ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে যথাযথ মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫, জুলাই স্মরণ” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ভিডিও ক্লিপ প্রদর্শনী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসিবুল ইসলাম কর্তৃক জুলাই, ২০২৪ এর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জুলাই স্মরণ, জুলাই গণঅভ্যুত্থান ও ঔঁষু ডড়সবহ’ং উধু উপলক্ষ্যে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অন্বেষণা বণিক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীসহ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি দেশের মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গণঅভ্যুত্থান ও বিপ্লব সম্পর্কে তার বক্তব্যে উল্লেখপূর্বক বিশ্বব্যাপী জুলাই গণঅভ্যুত্থান শ্রদ্ধাভরে স্মরণ করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশে বিদেশে মেরিটাইম সংশ্লিষ্ট একজন দক্ষ পেশাজীবি হিসেবে নিজেকে তৈরী করা, তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), স্মার্ট টেকনোলজি, ওয়েবপেজ ডিজাইন, চ্যাট জিপিটি, গ্রাফিক্স ডিজাইন, রোবটিক্স, ড্রোন, মেরিটাইম সেক্টরে এসকল প্রযুক্তির ব্যবহার প্রভৃতি বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে ওঠার প্রতি উদাত্ত আহবান জানান। তিনি দেশের আঠারো কোটি মানুষের তুলনায় সীমিত পরিমান আয়তনের জায়গার কথা উল্লেখপূর্বক বর্ধিত জনগণকে জনশক্তিতে রুপান্তরের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। পরিশেষে দোয়া ও মোনাজাত এবং গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি সংঘটিত হয়।






















