ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ৪৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে কটূক্তি,দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণতন্ত্র ,স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করার পাঁয়তারা ও নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপি এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

১৬ জুলাই, বুধবার দুপুর সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা, থানা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে পূর্বে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক, জেলা বিএনপির অন্যতম নেতা নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনাব মাসুদ হাসান তুহিন,কালিতলা মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। গোস্তাহাটির মোড়, বেবি স্ট্যান্ড হয়ে নওগাঁ মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে এসে সমাবেশে যোগ দেয়।
বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা বিপুল উৎসাহে অংশ নেন। শহরজুড়ে স্লোগানে মুখরিত হয় প্রতিবাদের মিছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে কটূক্তি,দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণতন্ত্র ,স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করার পাঁয়তারা ও নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপি এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

১৬ জুলাই, বুধবার দুপুর সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা, থানা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে পূর্বে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক, জেলা বিএনপির অন্যতম নেতা নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনাব মাসুদ হাসান তুহিন,কালিতলা মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। গোস্তাহাটির মোড়, বেবি স্ট্যান্ড হয়ে নওগাঁ মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে এসে সমাবেশে যোগ দেয়।
বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা বিপুল উৎসাহে অংশ নেন। শহরজুড়ে স্লোগানে মুখরিত হয় প্রতিবাদের মিছিল।