রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
গত বৃহস্প্রতিবার ১৭ই জুলাই সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া ৪৩ বিজিবির জোন সদর বাস্কেটবল মাঠে জোন কমান্ডার মো. আহসান উল ইসলাম এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা। সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজী বন্ধে করণীয়। দায়িত্বপূর্ণ এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধ করা, অবৈধভাবে পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জন সাধারণের সহায়তা কামনা, অবৈধভাবে পাহাড় কেটে মাটি/বালু/কাঠ/বাঁশ বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা। যে কোন ধরণের ঘটনা/দূর্ঘটনা/চাঁদাবাজী/অপহরণ/সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ সমপর্কে আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপন সহ বিজিবির সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এ সময় সভায় রামগড় জোনের উপ- অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ, সহকারী পরিচালক মো. শামসুল হক , রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, দাঁতমারা থানা ফাঁড়ি ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















