নওগাঁয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২৭ বার পড়া হয়েছে
জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, শহীদ পরিবার সদস্য কাজী লুলুল মাখমিন ও ছালমা আক্তার, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী, আরমান হোসেন ও মারুফ বিল্লাহ।
বক্তারা ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও আহতদের চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার দাবি জানান বক্তারা।



















