অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আসফি
- আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না নীলফামারীর জলঢাকার মেধাবী শিক্ষার্থী হুমায়রা আক্তার আসফি। সে উপজেলার খুটামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরিশ্চন্দ্রপাঠ এলাকার এক দরিদ্র পরিবারের মেয়ে। তার দরিদ্র পরিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আশংকায় ভুগতেছেন। আসফির পরিবার জানায়, আফসি ছোটবেলা থেকে মেধাবী। সে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক ক্রেস্ট ও সম্মাননা অর্জন করেছেন। শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে লাগবে প্রায় ২৫ হাজার টাকা। এতো টাকা ম্যানেজ করতে না পেরে মহাচিন্তায় আসফির দরিদ্র মা-বাবা। আসফির পিতা-মাতা সাহায্যের আবেদন জানিয়ে বলেন, আমাদের মেয়েটা পড়াশোনায় অনেক ভালো। আমাদের সবার স্বপ্ন মেয়ে বড় অফিসার হবে। কিন্তু আমাদের অর্থ সংকটের কারনে আজ মেয়েকে ভর্তি করতে পারতেছি না। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মেয়ের স্বপ্ন পুরন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। একটি মেধাবী মেয়ের ভবিষ্যত যেন অর্থাভাবে নষ্ট না হয় এই আশায় বুক বেধেছে আসফির পরিবার।

















