পাটকেলঘাটা খেয়াঘাট রোডে পানি নিষ্কাশনে ড্রেনের কাজ চলছে
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা গোডাউন রোড, পুরাতন খেয়াঘাট রোড, পুরাতন জনতা ব্যাংক রোড দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় দোকান ব্যবসায়ী ও বাসাবাড়ীর জনগনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনে দ্রুত চলছে ড্রেন নির্মানের কাজ।
১৯৯০ সালের দিকে পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান পানি নিষ্কাশনের জন্য লোক বোঝানো যেন তেন ভাবে ড্রেন করে। ধীরে ধীরে উক্ত ড্রেনে পলি জমে ড্রেন গুলো বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৩৫ বছরের মধ্যে অনেক চেয়ারম্যানের পালাবদল হয়েছে কিন্তু তারা কোন ব্যবস্থা করেনি। যতবারই ড্রেনের বরাদ্দ হয়েছে পুরোটা ঢুকেছে চেয়ারম্যানদের পকেটে। বাজার উন্নয়নের জন্য তারা কেও কোন অবদান রাখেনি। পানি ঢুকে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ীর লোকজনের দূরাবস্থা দেখে সম্প্রতি পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা জনগণের সুবিদার্থে বিভিন্ন দফতরে যোগাযোগ করে খেয়াঘাট রোড ও পুরাতন জনতা ব্যাংক রোডের পানি নিষ্কাষনের জন্য ড্রেনের কাজ শুরু করেছেন এবং পুরাতন জনতা ব্যাংকের সামনের ৪ মাথার মোড়ে কালভার্টের কাজ প্রায় শেষ পর্যায়ে।
















