কুড়িগ্রামে বাড়ছে নদ- নদীর পানি
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ধরলা,দুধকুমার,তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
গতকাল রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম পাউবো কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় দুপুর ৩টা পর্যন্ত ধরলা নদীর পানি ০৪ সে.মি,দুধকুমার নদের পানি ১৮ সে.মি.ব্রহ্মপুত্র নদের পানি ২১ সে.মি. এবং তিস্তা নদীর পানি ১৪ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো.রাকিবুল হাসান বলেন, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা উক্ত আগামী ২৪ঘন্টা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’
জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন,’ সরকারি ভাবে বন্যার আগাম প্রস্তুতি রয়েছে আমাদের। ১হাজার ৩ শত ৫৫ প্যাকেট শুকনা খাবার ও সাড়ে ৪০০ টন চাল মজুত রয়েছে।















