ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে মাহেরীন চৌধুরীর পরিবারের পাশে মহিলা দল

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে

oplus_2

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একটি প্রতিনিধি দল ছুটে আসেন নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীর চৌধুরীপাড়া গ্রামে।
গতকাল শুক্রবার সকালেই মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে রংপুর বিভাগীয় মহিলা দলের নেত্রীরা মাহেরীন চৌধুরীর গ্রামের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। পরে তাঁরা শহীদ মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আমরা মহীয়সী নারী প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী সমাধিতে শ্রদ্ধা এবং পরিবারকে সমবেদনা জানাতে এসেছি। মাহেরীন চৌধুরী তাঁর জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন সাহসিনী মা। এমন আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
শিক্ষিকা মাহেরীনের স্বামী মনসুর হেলাল এসময় সাংবাদিকদের বলেন, রাষ্ট্র তাকে কি দেবে, তা আমাদের চাওয়া নয়। যদি সে যোগ্য হয়, রাষ্ট্র নিশ্চয়ই মূল্যায়ন করবে। কিন্তু মাহেরীন চৌধুরী যতদিন পৃথিবী থাকবে, বেঁচে থাকবেন মানুষের মনে। তিনি চেয়েছিলেন, যেন বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়—আমরা সেটি করেছি।
মাহেরীনের ভাই মুনাফ মজিব চৌধুরী বলেন, আমাদের কাছে রাজনৈতিক দল বড় নয়, মানুষের ভালোবাসা বড়। অনেকেই সমবেদনা জানাতে এসেছেন, এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।
তার ছেলেও মাসের রূহের মাগফিরাত কামনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর রাজনৈতিক জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজি, জেলা বিএনপির সহসভাপতি আহমেদ সাঈদ ডিডু চৌধুরী ও এস আলী লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে মাহেরীন চৌধুরীর পরিবারের পাশে মহিলা দল

আপডেট সময় :

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একটি প্রতিনিধি দল ছুটে আসেন নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীর চৌধুরীপাড়া গ্রামে।
গতকাল শুক্রবার সকালেই মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে রংপুর বিভাগীয় মহিলা দলের নেত্রীরা মাহেরীন চৌধুরীর গ্রামের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। পরে তাঁরা শহীদ মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আমরা মহীয়সী নারী প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী সমাধিতে শ্রদ্ধা এবং পরিবারকে সমবেদনা জানাতে এসেছি। মাহেরীন চৌধুরী তাঁর জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন সাহসিনী মা। এমন আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
শিক্ষিকা মাহেরীনের স্বামী মনসুর হেলাল এসময় সাংবাদিকদের বলেন, রাষ্ট্র তাকে কি দেবে, তা আমাদের চাওয়া নয়। যদি সে যোগ্য হয়, রাষ্ট্র নিশ্চয়ই মূল্যায়ন করবে। কিন্তু মাহেরীন চৌধুরী যতদিন পৃথিবী থাকবে, বেঁচে থাকবেন মানুষের মনে। তিনি চেয়েছিলেন, যেন বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়—আমরা সেটি করেছি।
মাহেরীনের ভাই মুনাফ মজিব চৌধুরী বলেন, আমাদের কাছে রাজনৈতিক দল বড় নয়, মানুষের ভালোবাসা বড়। অনেকেই সমবেদনা জানাতে এসেছেন, এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।
তার ছেলেও মাসের রূহের মাগফিরাত কামনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর রাজনৈতিক জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজি, জেলা বিএনপির সহসভাপতি আহমেদ সাঈদ ডিডু চৌধুরী ও এস আলী লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।