নাটোরে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
নাটোরে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজ কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফুল ইসলামের সভাপতিত্বে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসমা শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সহ সরকারী কর্মকর্তা ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগনেরা বলেন, জুলাই পুনর্জগরণের এর পর সমাজ গঠনে সমাজ কল্যান মন্ত্রনালয় গুরুপ্তপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে শুধু বিত্তবানদের নিয়ে নয় সমাজে সকল শ্রেণীর জনগন কে নিয়ে সমাজে কাজ করার লক্ষ্যে সমাজকল্যাণ কাজ করছে। সমাজের প্রান্তিক জনগন যেন সমাজের ভাতাভোগ করতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবীক ও নৈতিক আহ্বান একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার।দেশের সকলকে একসাথে নিয়ে দরিদ্র মুক্ত সংরক্ষতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ায় কারণ সরকার মানে আমি আর রাষ্ট্র মানে আমরা। সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে রাস্তায় কর্মস্থলে বিদ্যাপীঠে সাইবার স্পেইসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ পিছিয়ে পড়া সকল তরুণ সমাজকে শাড চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। সরকার,সমাজ, সেবাসংগঠনসমহু প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে নগরের পথবাসী সুশীল সমাজ সংগঠন থেকে তরুণ কৃষক বানভাষী শিশু থেকে পাহাড়ের নারী সকলে যেন রাষ্ট্র অন্যায় দুর্নীতি বৈষম্য নারী শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে।

















