ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

অটোরিকশার ধাক্কায় বাইক থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামা ও দুই ভাগিনা নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মামা ও দুই ভাগিনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের শাহ্ আকাম উদ্দীন পাড়ার ছিদ্দিক আহামদের দুই পুত্র হুমায়ুন (৩৮), মামুন (৩১) ও করাইয়ানগর আব্দুর রশিদের পুত্র মনির হোসাইন (৪০)।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রামমুখী বাইক আরোহীরা ঘটনাস্থলে পৌঁছলে গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে তাদের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
নিহতের স্বজনরা জানান, তারা মামা-ভাগিনা উপজেলার চরম্বা ইউনিয়নের লালারখিল এলাকায় গিয়েছিলেন। সেখানে মামুন ও হুমায়ুনের বোনের বিয়ের কথাবার্তা চলছিল। তাই পাত্রের বাড়ি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ছাদেকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় নিহত তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাইক আটক করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পরিশেষে, সকল আইনী প্রক্রিয়া শেষে দুই সহোদর হুমায়ুন ও মামুনকে নিজ এলাকার শাহ্ আকাম উদ্দিন জামে মসজিদের মাঠে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটোরিকশার ধাক্কায় বাইক থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামা ও দুই ভাগিনা নিহত

আপডেট সময় :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মামা ও দুই ভাগিনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের শাহ্ আকাম উদ্দীন পাড়ার ছিদ্দিক আহামদের দুই পুত্র হুমায়ুন (৩৮), মামুন (৩১) ও করাইয়ানগর আব্দুর রশিদের পুত্র মনির হোসাইন (৪০)।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রামমুখী বাইক আরোহীরা ঘটনাস্থলে পৌঁছলে গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে তাদের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
নিহতের স্বজনরা জানান, তারা মামা-ভাগিনা উপজেলার চরম্বা ইউনিয়নের লালারখিল এলাকায় গিয়েছিলেন। সেখানে মামুন ও হুমায়ুনের বোনের বিয়ের কথাবার্তা চলছিল। তাই পাত্রের বাড়ি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ছাদেকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় নিহত তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাইক আটক করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পরিশেষে, সকল আইনী প্রক্রিয়া শেষে দুই সহোদর হুমায়ুন ও মামুনকে নিজ এলাকার শাহ্ আকাম উদ্দিন জামে মসজিদের মাঠে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।