ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি, কমিশনার আরো বলেন, ইসলামপুর উপজেলার কাসাঁ পন্য জিআই পন্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা অব্যহত থাকবে। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

আপডেট সময় :

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি, কমিশনার আরো বলেন, ইসলামপুর উপজেলার কাসাঁ পন্য জিআই পন্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা অব্যহত থাকবে। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন।