সাভারে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
সাভার উপজেলা হলরুমে এর আর্থিক সহযোগিতায় ঢাকা জেলার ৬৮জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল মঙ্গলবার স্কলারশীপ দি অপটিমিস্টস হিসেবে ১১ লক্ষ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দি অপটিমিস্টস এর ঢাকা জেলা কমিটির প্রজেক্ট কোর্ডিনেটর বাবুল মোড়ল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশিনার (ভূমি) জহিরুল আলম, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লিয়াকত আলী, দি অপটিমিস্টস এর পাবলিক রিলেশন এন্ড ইনফরমেশন পরিচালক আলম খান, জেনারেল সেক্রেটারী এ.কে.এম. সাইদুল করীম এবং ঢাকা মহানগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিদারুল ইসলাম।
দি অপটিমিস্টস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বছরে ১২ হাজার এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পডুয়া শিক্ষার্থীদের বছরে ২৪ হাজার টাকা করে এই বৃত্তি দেওয়া হয়। সাভারে ২০১৩ সাল থেকে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সন্তানের জন্য এই শিক্ষাবৃত্তি শুরু হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যক্তিরা শিক্ষার্থীদের এই বৃত্তির অর্থ দিয়ে থাকেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য পরামর্শ দেন এবং শিক্ষাবৃত্তি আরো বৃদ্ধি করার জন্য প্রধান অতিথি পরামর্শ প্রদান করেন। এসময়ে শিক্ষার্থীদের মধ্য থেকে এবং অভিভাবকদের মধ্য থেকে তাদের কষ্টের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন।

















