হোমনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে হোমনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস জানতে পারেন, একটি নীল রঙের টাটা কোম্পানির পিকআপ ভ্যান মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এসআই জীবন বিশ্বাস ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের ভৈরব-মাথাভাঙ্গা হাই স্কুলের পাশে চেকপোস্ট স্থাপন করেন।
প্রায় ১টা ৪৫ মিনিটের সময় ছিনাইয়া থেকে মেঘনার দিকে আসা সন্দেহভাজন পিকআপটি থামানোর সংকেত দিলে গাড়িটি থেমে যায় এবং দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
তবে পুলিশ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, মোঃ নাজমুল হোসেন (৩০), পিতা-মোঃ নজরুল মিয়া, মাতা-ঝর্ণা আক্তার, সাং-সংরাইশ (নজরুল ইসলামের বাড়ি), কুমিল্লা সিটি কর্পোরেশন। মোঃ সাগর (২৬), পিতা-মমতাজ মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-নবগ্রাম, কুমিল্লা সিটি কর্পোরেশন।
উভয়েই কুমিল্লা আদর্শ সদর (কোতয়ালী) থানার বাসিন্দা।
ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িতে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটি তল্লাশি করে চালকের আসনের পেছনে রাখা চটের বস্তার উপর স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২.৫ কেজি করে মোট ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
উদ্ধারকৃত মাদকের পাশাপাশি ব্যবহৃত পিকআপটি (রেজি নং: ঢাকা মেট্রো-ন-২১-১৬৪৭, ইঞ্জিন নং: 2751D105CZXS27777, চেসিস নং: 445235L5R300959) ১৪টা ১৫ মিনিটে জব্দ করা হয়।
আসামিরা জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে, তারা পরস্পর যোগসাজশে কুমিল্লা কোতয়ালী থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















