ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আসিফ খান: এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পীর সঙ্গীতযাত্রা Logo ঠাকুরগাঁওয়ে জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েদের গল্প শোনা ও সংবর্ধনা প্রদান Logo টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫ Logo সরিষাবাড়ী সাতপোয়া আল-বূশরা সামাজিক গোরস্তানের উন্নয়ন কাজের উদ্বোধন Logo শ্রমিকবান্ধব দেশগঠনে দাঁড়িপাল্লার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে হবে Logo তিতাসে জুলাই বিপ্লবের বিজয় মিছিল উপলক্ষে বিএনপির প্রস্ততি সভা Logo গোবিন্দগঞ্জে এক যুবকের মরদে’হ উদ্ধার Logo মালখানগর রথবাড়ি তালতলা রাস্তার বেহাল দশা, জনগণের চরম ভোগান্তি Logo কোম্পানীগঞ্জে বাসাপ’র বৃক্ষরোপণ কর্মসূচি Logo হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে বিএনপির সাংবাদ সম্মেলন

কুয়াকাটা সৈকতে ট্রলারডুবির ৭ দিন পর ভেসে উঠলো নিখোঁজ জেলের মরদেহ

নুর হোসেন নুরানী, কলাপাড়া (পটুয়াখালী)
  • আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ট্রলারডুবির ৭ দিন পর নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের মীরা পয়েন্টে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত জেলের নাম নজরুল হাওলাদার (৬০)। তিনি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। মরদেহটি শনাক্ত করেছেন নিহতের ছেলে নাসির হাওলাদার।
গত ২৫ জুলাই (শুক্রবার) লালুয়া থেকে একটি মাছধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারের ১৫ জেলের মধ্যে ২৯ জুলাই পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ ছিলেন। আজ উদ্ধার হওয়া নজরুল হাওলাদার তাদেরই একজন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল। স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
নিরাপত্তার দাবি স্থানীয়দের, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, উপকূলীয় অঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকি উপেক্ষা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা জেলেদের জীবন রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়াকাটা সৈকতে ট্রলারডুবির ৭ দিন পর ভেসে উঠলো নিখোঁজ জেলের মরদেহ

আপডেট সময় :

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ট্রলারডুবির ৭ দিন পর নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের মীরা পয়েন্টে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত জেলের নাম নজরুল হাওলাদার (৬০)। তিনি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। মরদেহটি শনাক্ত করেছেন নিহতের ছেলে নাসির হাওলাদার।
গত ২৫ জুলাই (শুক্রবার) লালুয়া থেকে একটি মাছধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারের ১৫ জেলের মধ্যে ২৯ জুলাই পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ ছিলেন। আজ উদ্ধার হওয়া নজরুল হাওলাদার তাদেরই একজন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল। স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
নিরাপত্তার দাবি স্থানীয়দের, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, উপকূলীয় অঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকি উপেক্ষা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা জেলেদের জীবন রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।