সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে জুলাই-আগষ্টের স্পিড স্মরণে সাইক্লিং প্রতিযোগিতা

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটে জুলাই-আগষ্টের স্পিড স্মরণে সাইক্লিং প্রতিযোগিতা। জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জেলায় অনুষ্ঠিত হয়ে গেলো সাইক্লিং প্রতিযোগিতা।
গতকাল শুক্রবার জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু করে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কি:মি: ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, জুলাই-আগস্টকে স্মরণ করা, সেই সাথে জুলাইয়ে স্পিডকে ধারণ করা, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটানো এবং মাদক থেকে দুরে সরে পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী করে গড়ে তোলার জন্যই মূলত এই আয়োজন।