দাগনভূঞা জিয়া পরিষদের উদ্যেগে অসুস্থ ব্যক্তিকে অনুদান হস্তান্তর

- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দাগনভূঞা ৫ নং ইয়াকুব ইউনিয়নের বড় দোকান ঘরে জিয়া পরিষদের উদ্যেগে সড়ক দুর্ঘটনায় আহত রিফাতের পরিবারকে জিয়া পরিষদের উদ্যেগে ও লন্ডন প্রবাসী আলাউদ্দিন এমপির পক্ষ থেকে ৭৩,০০০ টাকা অনুদান গতকাল শুক্রবার ১ লা আগষ্ট বিকালে জিয়া পরিষদের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সাবেক ছাত্র দল নেতা জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনয় ও জিয়া পরিষদের সভাপতি লোকমান হোসেন শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদের উপদেষ্টা আতাউর রহমান মানুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের উপদেষ্টা নুরুল আফসার চৌধুরী, জিয়া উদ্দিন, ইয়াকুব পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কিরন। দাগনভূঞা উপজেলা যুবদলের সদস্য দিদারুল আলম সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।