হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে বিএনপির সাংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকায় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের পরিবর্তে হোমনা-তিতাস এবং দাউদকান্দি-মেঘনা হিসেবে পুনর্গঠনের প্রস্তাবের প্রতিবাদে জরুরি সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোমনা উপজেলা ও পৌর শাখা।
গতকাল শনিবার সকালে হোমনা উপজেলা সদরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবটি বাস্তবতা, ইতিহাস, প্রশাসনিক কাঠামো এবং জনগণের মতামতের বিপরীত। তারা হোমনা-মেঘনা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা-২ আসনকে পূর্বের ধারাবাহিকতায় বহাল রাখার দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
বক্তব্যে বলা হয়, ১৯৫৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত হোমনা ও মেঘনা (তৎকালীন হোমনার অংশ) নিয়ে গঠিত ছিল কুমিল্লা-২ আসন। ১৯৯৮ সালে প্রশাসনিক সুবিধার্থে হোমনার ৪টি ও দাউদকান্দির ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় মেঘনা উপজেলা। পরবর্তী সময়ে, ২০০৮ সালের নির্বাচনে নির্বাচন কমিশন হঠাৎ করে মেঘনাকে দাউদকান্দির সাথে এবং নবগঠিত তিতাসকে হোমনার সাথে সংযুক্ত করে আসন পুনর্বিন্যাস করে। নেতারা অভিযোগ করেন, দাউদকান্দি-মেঘনা উপজেলাগুলোর মধ্যে কোনো ভৌগোলিক সংযোগ নেই; রয়েছে বিশাল নদীবিচ্ছিন্নতা। অন্যদিকে, হোমনার সাথে মেঘনার রয়েছে ঘনিষ্ঠ নদীপথ ও সড়ক যোগাযোগ, প্রশাসনিক সেবা ও জনজীবনের অবিচ্ছেদ্য সম্পর্ক।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশন ২০২৩ সালের ১ জুন প্রকাশিত গেজেটে পূর্বের বাস্তবতা বিবেচনায় হোমনা-মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন পুনঃস্থাপন করে এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও ওই সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা আশঙ্কা প্রকাশ করেন, মেঘনাকে দাউদকান্দির সাথে সংযুক্ত করা হলে উপজেলা হিসেবে মেঘনা রাজনৈতিকভাবে গুরুত্ব হারাবে, উন্নয়ন ও অর্থনৈতিক বরাদ্দে বঞ্চিত হবে এবং স্থানীয় নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হবে।
তারা বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ বাস্তবতা বিবর্জিত, অগণতান্ত্রিক এবং জনগণের স্বার্থের পরিপন্থী। এ প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন আইন ২০২১-এর ধারা ৬(২)-এ উল্লিখিত প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা ও জনসংখ্যা ভিত্তিক সুষম উন্নয়নের নীতিমালা লঙ্ঘিত হচ্ছে।
বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা, জনমত, প্রশাসনিক সেবা কাঠামো এবং স্থানীয় উন্নয়নের ধারাবাহিকতা বিবেচনা করে হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন পূর্বের মতোই বহাল রাখা হোক।
শেষে নেতারা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন, জনগণের স্বার্থবিরোধী কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তীব্র গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
















