মালখানগর রথবাড়ি তালতলা রাস্তার বেহাল দশা, জনগণের চরম ভোগান্তি

- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরের ইউনিয়নের পাকা রাস্তা গুলোর বেহাল দশা, জনগণ ও যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী, এতে চরম দুর্ভোগে পরেছে এ অঞ্চলের হাজারো মানুষ।
উপজেলার তালতলা বাজার থেকে গোড়াপীপাড়া, রথবাড়ি, মালখানগর দাখিল মাদরাসা হয়ে মালখানগর চৌরাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং মালখানগর চৌরাস্তা থেকে মালখানগর হাই স্কুল ও ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় আধা কি.মি. এই দুইটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। কয়েক ফুট যেতে না যেতে খানা খন্দে ভরা ও এই বর্ষাকালে টানা অতি বৃষ্টির কারণে কোথাও কোথাও পানির স্রোতে ভেঙে গেছে রাস্তা আবার গোড়াপী পাড়া ও রথবাড়ি গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কোন কোন জায়গায় রাস্তার উপর পানি জমে জনগণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।
এই ২টি রাস্তার পাশে ১টি হাই স্কুল, ১টি কলেজ, ১ টি দাখিল মাদরাসা, ১ টি কবরস্থান, ১টি প্রাইমারি স্কুল, ২টি কিন্ডারগার্ডেন তিনটি হাট-বাজার
১ টি বেসরকারি হাসপাতাল, ২ টি হিমাগারসহ নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে। ছাত্র ছাত্রী, চাকুরীজীবীসহ সিরাজদিখান, লৌহজং উপজেলার বেশ কিছু গ্রামের ও ফতুল্লা উপজেলার ৫/৭টি গ্রামের নানা কাজের কয়েক হাজার মানুষ এই ২টি রাস্তা দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করে থাকেন।
এছাড়া শত শত বছরের ঐতিহ্য তালতলা বাজারে প্রতিনিয়ত যাতায়াত করেন এই দুটি রাস্তা দিয়ে মালখানগর, রথবাড়ি, নাইসিং, মালপদিয়া, মালামত, দেবীপুরা, কাজীরবাগ, গোড়াপীপাড়া, নাটেশ্বর, বাড়ৈপাড়া, ফেগুনাসার গ্রামসহ বেশ ক’টি গ্রামের শত শত মানুষ।
এ রাস্তায় ভাঙ্গা, খানাখন ও অসংখ্য গর্ত থাকায় আসা-যাওয়া করার সময়ে প্রায়ই রিক্সা ও অটোরিকশা, পিকআপ গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে মানুষের জান ও মালের ক্ষতি হয়।
মালখানগর হাই স্কুলের অভিভাবক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন দেওয়ান ভুট্টো বলেন এই রাস্তা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করতে যেয়ে গাড়ি উল্টে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অতি জরুরী মেরামতের প্রয়োজন। এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত ২- ৩ মাস যাবত বৃষ্টির কারণে রাস্তার উপর পানি জমে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে রাস্তায়, আবার কোন কোন জায়গায় রাস্তা ভেঙ্গে যান ও জনগণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের স্কুল কলেজের হাজারের উপরে ছাত্র-ছাত্রী আসা-যাওয়া করে ও রথবাড়ি জামে মসজিদের নিয়মিত মুসল্লীরা নোংরা পানি পারিয়ে এসে মসজিদে নামাজ পড়তে খুবই কষ্ট হয়।
রথবাড়ি জামে মসজিদের প্রধান উপদেষ্টা হাজী তসলিম উদ্দিন শেখ বলেন আমাদের বাড়ি থেকে বাজারে ও স্কুল কলেজে যেতে রাস্তা ভাঙ্গা ও গর্ত থাকায় প্রায় সময় গ্রামের অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এই রাস্তার কারনে অনেক ছাত্র-ছাত্রীর হাত-পা ভেঙেছে, রাস্তা ভাঙ্গা থাকার কারণে গত বছর আমি নিজেও রিকশা দুর্ঘটনা স্বীকার হয়ে দীর্ঘদিন হাসপাতালের চিকিৎসা দিয়েছিলাম এই রাস্তাটি জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ রাস্তাটি মেরামত করার প্রয়োজন।
এই বিষয়ে মালখানগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কোরবান আলী মৃধা বলেন, তালতলা বাজার থেকে রথবাড়ি হয়ে মালখানগর দাখিল মাদ্রাসা হয়ে পর্যন্ত,
রাস্তাটি মেরামতের জন্য গত ৩ বছর যাবত বার বার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বলার পরেও কাজ হচ্ছে না, গত ৩ বছর যাবত চেয়ারম্যান শুধু বলছে টেন্ডার হচ্ছে আবার কিছুদিন পর বলছে টেন্ডার বাতিল হয়ে গেছে এ অবস্থা আছে বর্তমানে, এখন আর কিছু বলার নাই, শুনছি টেন্ডার হয়েছে কিন্তু কতটুকু হয়েছে জানিনা যেদিন কাজ ধরবে সেদিনই বুঝবো টেন্ডার হয়েছে। এলাকাবাসীর প্রচুর অভিযোগ শুনতে হচ্ছে আমাকে এই রাস্তা নিয়ে, এ রাস্তাটার জন্য এলাকাবাসীর কাছে মুখ দেখাতে পারছিনা।
আপনি বর্তমান প্যানেল চেয়ারম্যান জামাল সাহেবের সাথে যোগাযোগ করে জানতে পারেন রাস্তার কাজের ব্যাপারে কি অবস্থায় আছে।
মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে বলেন ভাই তালতলা বাজার থেকে মালখানগর দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তার সংস্কারের জন্য টেন্ডার হয়েছে।
আর মালখানগর ডিগ্রি কলেজ থেকে মালখানগর চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি গত বছর টেন্ডার হয়েছ রাস্তার কাজ ধরেছিল ঠিকাদার কিন্তু ঠিকাদার গত জানুয়ারি মাসের দিকে রাস্তা খুরে কিছু ইটের কংক্রিট ফেলে আর কোন কাজ করেনি ঠিকাদার,
বর্তমানে এই রাস্তাটিও খুব খারাপ অবস্থায় আছে বর্তমানে যানবাহন ও জনগণ চলাচলের অনুপযোগী।