লোহাগড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ৪ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচ এস সি পরীক্ষা দিচ্ছে। তার হয়ে অন্য একজন পরীক্ষা দিতে গিলে তিনি বহিস্কার হয়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলার বিএনপির সভাপতি দলের নেতাকর্মীদের নিয়ে বিরুপ মন্তব্য করেন। তারই-প্রতিবাদে গতকাল রোববার দিকে বিএনপি নেতাকর্মীরা লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপির দুর্দিনে হামলা মামলার শিকার হয়ে এখনো রাজপথে টিকে আছি। সভাপতি আহাদুজ্জামান বাটু পক্ষে একজন বাউবির এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে তিনি বহিস্কার হয়েছেন। তার এই অন্যায়ের দায়ভার বিএনপি দল কখনো নিবে না। তিনি উপজেলা বিএনপি সভাপতির যদি কোন অন্যায় বা ভুল করে থাকেন সেটা সংবাদপত্রে প্রচার হবে এটাই স্বাভাবিক। তিনি বিএনপি’র নেতাদের ডেকে দলীয় প্যাডে স্বাক্ষর নিয়ে এক প্রেস রিলিজ দিয়েছে সাংবাদিকদের কাছে। লিখিত বক্তব্যে তিনি বিএনপি ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাঙ্গাত্ম মূলক বক্তব্য প্রদান করেন। আমি সহ উপস্থিত নেতাকর্মীরা ওই প্রেস রিলিজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি লিখিত প্রেস রিলিজ প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলার বিএনপির সহ-সভাপতি মোঃ সাচ্চু মিয়া,পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জামশেদ, পৌর বিএনপির সমবায় সম্পাদক মোঃ জাকির হোসেন, নড়াইল জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুুল ইসলাম, মল্লিকপুর ইউনিয়নের সভাপতি মো. খিজির আহমেদ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ইউছুফ মোল্যা, বিএনপি নেতা মোঃ কামাল হোসেন, ৭ নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলুসহ প্রমুখ। এসময় প্রায় শতাধিক দলীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে ছিল ।