দাগনভূঞা নদীতে বিলীন হওয়া সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
- বিএনপির ১৫ দিনের আল্টিমেটাম
- ফেনী- মাইজদী মহাসড়ক অবরোধের হশিয়ারি
কাটাখালী নদীতে বেকেরবাজার-জর্বাপুকুর রাস্তা বিলীন হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন ও যথাযথ মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৯ আগস্ট) দুপুরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের কাজী বাড়ী ও আকবর ফকির বাড়ির মাঝামাঝি কাটাখালী নদী সংলগ্ন ভাঙ্গন স্থানের পাশেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক শামছুল হক নকুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন,ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক কবির আহম্মদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারিছ আহাম্মদ পেয়ার প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন বাবুল,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলো, যুবদল নেতা নুরুল আবছার, সাহাব উদ্দিন, আশ্রাফ হোসেন রাহাত, মুজাহিদুল ইসলাম, শাহ আলম, সুমন,মিন্টু,জাফর,আবদুল্লাহ আল নোমান আদর,মাইনুল হোসেন,জাহিদ হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন জাবেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা ওই জায়গাটি ১৫ দিনের মধ্যে নদীর গতিপথ পরিবর্তন ও যথাযথ মেরামত না করলে ফেনী-নোয়াখালী সড়ক অবরোধের ঘোষণা দেন।এসময় তারা অতীতে মেরামত সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করেন।