সংবাদ শিরোনাম ::
রামগতিতে এস,এস-সি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে আজ রোববার সকাল ১০টায় আব্দুল হাদী কলেজ প্রাঙ্গণে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লক্ষীপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি, এডভোকেট শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবক নুরুজ্জামান বাবলু।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দিকনির্দেশনা প্রদান করে এবং তাদেরকে নৈতিকতা, পরিশ্রম ও সততার পথে চলার আহ্বান জানান।অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও তুলে দেওয়া হয়।