চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারী আটক

- আপডেট সময় : ৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ভাটিয়ারীতে ৬ লক্ষ টাকা মূল্যের ১২০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল বুধবার (১৩ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী তাবাকু খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ১ জন মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ১২ শত পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।