বিএনএসিডব্লিউসি‘র বিশেষজ্ঞ দলের চট্টগ্রাম কাস্টমস রাসায়নিক ল্যাব পরিদর্শন

- আপডেট সময় : ৩০৫ বার পড়া হয়েছে
সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন
দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানির মূল প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় কাস্টমস কর্তৃক দ্রুত চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আমদানিকারকের নিকট হস্তান্তরের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস এর রাসায়নিক ল্যাব যুগোপযোগীকরণ এবং এর সংঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এ উদ্দেশ্যে চলতি বছরের ১১ আগষ্ট চট্টগ্রাম কাস্টমস এর রাসায়নিক ল্যাব পরিদর্শন এবং পরদিন ১২ আগষ্ট চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত পরিদর্শন ও প্রশিক্ষণে বিএনএসিডব্লিউসি এর সদস্য সচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী (জি), এনজিপি, পিএসসি এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা হতে সর্বমোট ১৩ জনের একটি দল, চট্টগ্রাম কাস্টমস কমিশনার জনাব মোহাম্মদ শফি উদ্দিনসহ কাস্টমস এর ৬ জন কর্মকর্তা এবং ২৮ জন প্রশিক্ষণার্থী (চট্টগ্রাম কাস্টমস এর ২০ জন, চট্টগ্রাম বন্দরের ৫ জন ও নৌ সমরাস্ত্র পরিদর্শন সংস্থার ৩ জন) অংশগ্রহণ করেন।
কর্মশালায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সনাক্তকরণ এবং এ সম্পর্কিত সকল সমস্যা ও সমাধানের উপায় এর উপর ধারনা দেয়া হয়। ভবিষ্যত রাসায়নিক দ্রব্য আমদানি এবং এ সংক্রান্ত ঝুঁকি রোধে এই প্রশিক্ষণ কর্মশালা কার্যকরী ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ মত প্রকাশ করেন। এছাড়াও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য দ্রুত খালাস এবং এ সংক্রান্ত নিরাপত্তাসমূহ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সকলে আশা ব্যক্ত করেন।