সাদুল্লাপুরে দোকানে বাকি না দেওয়ায় নারীসহ দুজনকে গুলি

- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে গতকাল বুধবার দোকানে বাকি না দেওয়ায় দুজনকে গুলির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৪৫) ও সেলিনা বেগম (৩৫)। অভিযুক্ত গোলাপ মিয়া (৩০) একই গ্রামের মৃত তয়েজ প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া জানান, সিদ্দিকের চায়ের দোকানে এসে গোলাপ মিয়া বাকিতে সদায় চান। এতে অপারগতা জানালে গোলাপ হঠাৎ করে পিস্তল বের করে একাধিক গুলি ছোড়েন। এতে ওয়াসিম মিয়ার অন্ডকোষের নিচে এবং মর্জিনা বেগমের পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অস্ত্রের উৎস খোঁজাসহ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।