ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

ভাণ্ডারিয়ায় হত্যা মামলার আসামির ঘরে অগ্নিসংযোগ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার অন্যতম আসামি নজরুল ইসলাম বাবুল চৌকিদারের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের। বাবুল চৌকিদার আবু সালেহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাবুল চৌকিদারের ঘরে চারদিক আগুন ধরিয়ে দিলে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই ঘরে কোন লোক ছিল না। এলকাবাসী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বাবুল চৌকিদারের স্ত্রী দুলালি বেগম জানান, প্রতিবেশী মাইনুল মোল্লা, মিজান মোল্লা, ছাত্তার মোল্লা, অলি হাওলাদার ও আলম মোল্লার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দ্বন্ধ ছিলো। দ্বন্ধের কারনে হত্যা মামলা সহ ২২ টি মামলায় আমার স্বামী বাবুল চৌকিদার কে আসামী করেছে। তারাই গভীররাতে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন ব্যাক্তি এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য; জমি ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ২৫ মার্চ রাতে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে আবু সালেহ হাওলাদার (৩৭) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তার ভাই আবুল বাশার রুবেল এর একটি পা বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষ। এ ঘটনায় ২৫ মার্চ রাতে নিহতের ছোট বোন বাদী হয়ে ১৬ জনকে আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় হত্যা মামলার আসামির ঘরে অগ্নিসংযোগ

আপডেট সময় :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার অন্যতম আসামি নজরুল ইসলাম বাবুল চৌকিদারের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের। বাবুল চৌকিদার আবু সালেহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাবুল চৌকিদারের ঘরে চারদিক আগুন ধরিয়ে দিলে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই ঘরে কোন লোক ছিল না। এলকাবাসী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বাবুল চৌকিদারের স্ত্রী দুলালি বেগম জানান, প্রতিবেশী মাইনুল মোল্লা, মিজান মোল্লা, ছাত্তার মোল্লা, অলি হাওলাদার ও আলম মোল্লার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দ্বন্ধ ছিলো। দ্বন্ধের কারনে হত্যা মামলা সহ ২২ টি মামলায় আমার স্বামী বাবুল চৌকিদার কে আসামী করেছে। তারাই গভীররাতে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন ব্যাক্তি এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য; জমি ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ২৫ মার্চ রাতে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে আবু সালেহ হাওলাদার (৩৭) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তার ভাই আবুল বাশার রুবেল এর একটি পা বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষ। এ ঘটনায় ২৫ মার্চ রাতে নিহতের ছোট বোন বাদী হয়ে ১৬ জনকে আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।