নাটোরে নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
নাটোরে নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সময় জেলা পরিষদ অডিটরিয়ামে, নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের আয়োজনে নিচা বাজার ব্যবসায়ী ইউনিট নাটোর সদর এর সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী করা হয়েছে।
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ মুক্তাদির আরেফিন।
নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কোষাধাক্ষ অপু ঘোষের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন, নিচা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মকবুল হোসেন, নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের সহ-সভাপতি নুরুল ইসলাম,
নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের উপদেষ্টা বৈশাখী স্টোরের স্বত্বাধিকারী মদন দাস , নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের উপদেষ্টা সোনালী স্টোরের স্বত্বাধিকারী মিঠু, নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের সাধারণ সম্পাদক রিপন হোসেন সহ আরো অনেকেই।
এ সময় বক্তাগণেরা দাবি জানান, নিচাবাজারে ওয়ান ওয়ে রোড চালু করা,
ব্যাবসায়ীদের পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করার উদ্বুদ্ধ করণে বাজারে বিকল্প ব্যাগ সরবরাহে সহযোগিতা করা, ব্যাবসা সংক্রান্ত সরকার নির্ধারিত বিভিন্ন বিধি নিষেধ সাধারণ দোকানদারদের অবগত করণে ক্যাম্পিং এর আয়োজন করা,
নিচাবাজার ব্যাবসায়ী গনের সার্বিক নিরাপত্তা জোরদার করা, নিচাবাজারে যে কোনো ধরণের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে নিচাবাজার ব্যাবসায়ী ইউনিট কর্তৃক গৃহীত পদক্ষেপ নিশর্ত সমর্থন জানিয়ে দ্রুত পদক্ষেপ জারি করন,
নিচাবাজার রোডে রমজান মাস, কুরবানি ঈদ ও পূজার ৭ দিন পূর্ব হইতে পুলিশ টহল নিশ্চিত করা, নিচাবাজারে সুন্দর ও মানসমত্ব ডাস্টবিন স্থাপন করা,
নিচাবাজারে নিয়মিত রাস্তার জমাকৃত ময়লা রাস্তা ও দোকানের সামনে জমাকৃত বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা, নিচাবাজারের রাস্তার দুই পাশের ফুটপাত অবমুক্ত করা, পৌরসভার ট্রেড লাইসেন্স, প্রিমিয়েন্স লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স নবায়ন সহজী করণ করা, নিচাবাজার এর ২ রাস্তায় আলো বৃদ্ধি করা, নিচাবাজার চালবাজার সংলগ্ন টয়লেট সস্কার করা,নিচাবাজার সড়কের উভয় পার্শ্বে ড্রেন নির্মাণ করা।