সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তভূক্ত করার দাবিতে মানববন্ধন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 136.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ময়মনসিংহের তারাকান্দা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল/কিন্ডারগার্টেন অন্তভূক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তারাকান্দা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন শাখার আয়োজনে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন তারাকান্দা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আহাদুজ্জামান সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন কাঞ্চন,শিক্ষক কামরুজ্জামান দুলাল,আজম খান,সজিব,লুৎফুর রহমান,আমির উদ্দিন,আমিনুল ইসলাম,ওবায়দুল্লাহ আনোয়ার,মিনুয়ারা বেগম,এনামুল হক জনি,এ কে এম উমর,আলমগীর হোসেন বাচ্চু,রফিক মিয়া,সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মানববন্ধন শেষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিস জাকির হোসাইনের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।