ফরিদপুরে যৌথ মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা ও আদায়

- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার ১৯/০৮/২৫ ইং তারিখে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত যৌথ মোবাইল কোর্টের আওতায় ফরিদপুর হেলিপোর্ট বাজারে অবস্হিত “মা” মৎস্য ভান্ডার এর মালিককে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় ৩৮ ধারা মোতাবেক এক লক্ষ টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়। উক্ত মামলা পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাবাসসুম এবং এই মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর জনাব মোঃ বজলুর রশীদ খান ।
জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু বিশ্বাসের পরামর্শক্রমে পরিচালিত আজকের মোবাইল কোর্ট পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তন্ময়, জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ আজমুল ফুয়াদ রিয়াদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, বিএস টিআই প্রতিনিধি এবং জেলা সিনিয়র বাজার বিপনন কর্মকর্তা জনাব মোঃ শাহাদত হোসেন। এই মোবাইল কোর্ট পরিচালনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন জেলা পুলিশ প্রসাশনের একটি টিম।