নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তি কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, মৎস্যচাষি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ আবদুল্লাহিল আবরার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলেক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, নগরকান্দা থানা চার্জ অফিসার আমিরুল ইসলাম, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুসহ বিভিন্ন পেশার মানুষ।