ডামুড্যায় শিধলকুড়া ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা।

- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল এর কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২০ আগষ্ট) রাত ৮ টায় ডামুড্যা বন্দরে অবস্থিত উপজেলা যুবদল কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী শিধলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাজি বাচ্চু। উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদল সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার।
বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত হোসেন দাদন খান, যুবদলের যুগ্ন সম্পাদক জালাল বাঘা,সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল, যুব নেতা সোহান, পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক মির জিন্নাত আলি, যুব নেতা তুষার সিকদার।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী যুবদলের শিধলকুড়া ইউনিয়ন কমিটিতে সভাপতি পদে হাসান কবীর, সাধারণ সম্পাদক পদে নুর হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক পদে কামাল মাঝীর নাম ঘোষনা করে ৩০ সদস্যর কমিটি প্রকাশ করা হয়।
পরে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে বলে জানান।