ছাগলনাইয়ায় চোরাচালানী আমদানি দায়ে আটক ১

- আপডেট সময় : ২৩৫ বার পড়া হয়েছে
সীমান্ত পথে চোরাচালানীর মাধ্যমে ফেনীর ছাগলনাইয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ, ট্যাবলেট সহ অবৈধ পথে আমদানি করা ও একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি সহ একজনকে আটক করেছে ছাগলনাইয়া মডেল থানার পুলিশ ।
গত বুধবার ভোরে ছাগলনাইয়া পৌরসভার ছাগলনাইয়া বাজারের পশ্চিম মাথায়। ‘জনতা মটরস’-এর সামনে এলে পুলিশ ফেনী-ছাগলনাইয়া সড়কে উক্ত সিএনজির গতিরোধ করেএ অভিযান পরিচালনা করা হয়।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানের বিশেষ দিকনির্দেশনায় ও ছাগলনাইয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তছলিম হোসাইনের তত্বাবধানে এবং ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ওবায়েদ উল্লাহ নয়ন ও সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয় । এসময় সিএনজিতে থাকা মালামালের সাথে মোঃ ওমর ফারুক সোহেল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।
সেখানকার পাশ্ববর্তী এলাকায় বসবাস রত সাক্ষীদের উপস্থিতিতে এসব মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সোহেলের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করেছে ছাগলনাইয়া মডেল থানার পুলিশ।